বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led04জেলাজুড়েধর্মরাজনীতিসদর

অধিকার নিয়ে রাজপথে নেমেছি, আপনাদের গায়ে আগুন জ্বললো কেন: মাওলানা ফেরদাউসুর

লাইভ নারায়াণগঞ্জ: নারায়াণগঞ্জ মহানগর হেফাজত ইসলামের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বলেছেন, ঘটনা হলো একটা চুরির মামলা দিয়েছে। কারা দিল? সিটি কর্পোরেশন দিয়েছে। তাদের কোনো অধিকার নাই। যাদের ভাঙচুর হয়েছে, মামলা করার কথা তাদের। তারা মামলা না করে, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বাদী হয়ে একটা চুরির মামলা দিলেন।

শনিবার(৪ মে) বাদ আসর শহরের চাষাঢ়ায় ওলামা পরিষদের কার্যালয়ে মামুনুল হকের কারামুক্তি উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা হয়। সেখানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখানে আপনাদের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে। উস্কানি তো আপনারা দিলেন।
আপনারা একটা নাগরিককে চুরির মামলা দিবেন। প্রতিবাদ করাটা কি, অধিকার না? এটা সাংবিধানিক অধিকার। আমি আমার অধিকার নিয়ে রাজপথে নেমেছি, এতে আপনাদের গায়ে আগুন জ্বললো কেন। আমার মনে হয়, তাদের বিশাল একটা পরিকল্পনা আছে।

মাওলানা ফেরদাউসুর রহমান আরোও বলেন, শুনেছি মামুমুল হক সাহেব নারায়ণগঞ্জের একটা থানায় আসবেন। আমরা পরামর্শ করে উনাকে রাজধানীতে নিয়ে আসবো ইনশাল্লাহ। এই মামলা-হামলা, রক্তচক্ষু দিয়ে-মামুনুল হককে, যেমন দাবায় রাখতে পারেন নাই। আমরা মামুনুল হকের কর্মী, সাইখুল হাদিসের সন্তান। আমরা নারায়ণগঞ্জে বুক ফুলিয়ে বাঁচতে চাই, বুক ফুলিয়ে লড়াই করতে চাই। কারো রক্তচক্ষুকে আমরা ভয় পাই না।

আলোচনা সভায় মহানগর হেফাজত ইসলামের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন, সহ-সভাপতি মাওলানা শিব্বির আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা জমির উদ্দিন ফারুকী, সহ-সভাপতি মাওলানা এমদাদুল্লাহ, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর আহমাদুল্লাহ, মহানগর সহ সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়মী, মাওলানা জামিল হাসান জামিল সহ প্রমুখ নেতৃত্ববৃন্দ।

আলোচনা পর্ব শেষে, দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং সকলের মাঝে তওবারক বিতরণ করা হয়।

RSS
Follow by Email