Sun, 17 Feb, 2019
 
logo
 

যানজটে অবরুদ্ধ নগরীতে পরিণত না.গঞ্জ

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ এখন যানজটের কারণে অবরুদ্ধ নগরীতে পরিণত হয়েছে। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী। অতিরিক্ত যানবাহন ও নিয়ম ভাঙ্গার কারণেই এ সমস্যা হচ্ছে অভিযোগ স্থানীয়দের। যানজট নিরসনে সিটি কর্পোরেশনের উদাসীনতাকেও দায়ী করছে শহরবাসী।

তবে যানজট নিরসনে নিয়োজিত ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বলছেন, চাষাড়া রেল লাইনের সামনে সড়কে গর্ত, অতিরিক্ত মানুষের চাপ থানার কারণে সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। এ ছাড়া চাষাড়া গোলচত্বরের চারপাশে সিএনজিচালিত অটোরিকশা (সিএনজি) ও নিষিদ্ধঘোষিত টু স্ট্রোক ইঞ্জিনের বেবিট্যাক্সি স্ট্যান্ড গড়ে ওঠায় যানজট ভয়াবহ রূপ নিচ্ছে।

যানজটে অবরুদ্ধ নগরীতে পরিণত না.গঞ্জ

বৃহস্পতিবার সাড়া দিন সরেজমিনে দেখা যায়, গুরুত্বপূর্ণ স্থানে অবৈধ পার্কিং ও নিয়ম না মেনে গাড়ি চালানো। সমগ্র শহরের প্রধান প্রধান সড়কগুলো যেন পার্কিং প্লেসে রূপ নিয়েছে। ফলে প্রতিনিয়তই লেগে আছে যানজট। শহরের প্রতিটি মার্কেটের সামনে বিভিন্ন গণপরিবহন পার্কিংয়ের কারণে নারায়ণগঞ্জের ট্রাফিক বিভাগ কোনভাবেই এর সমাধান করতে পারছে না। এ ভোগান্তিতে বেশিরভাগ সময়ে পড়তে হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীদের। সঠিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে না পারায় শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হচ্ছে।

যানজটে অবরুদ্ধ নগরীতে পরিণত না.গঞ্জ

নিতাইগঞ্জ থেকে চাষাঢ়ায় আসা মালবাহী ট্রাকের চালক সুমন মিয়া বলেন, ‘নিতাইগঞ্জ থেকে চাষাঢ়ায় আসতে প্রায় পৌনে ২ ঘণ্টা যানজটে আটকা পড়ে আছি। রাস্তায় থেমে থেমে গাড়ি চলছে। যানজটে আটকা পড়ে আমাদের লোকসান হচ্ছে।’

তবে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. শরফুদ্দীন বলেন, রাস্তার অনেক জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তে আটকে যাচ্ছে ভারী যানবাহন। এ ছাড়া কলেজ ও অফিস ছুটি হলে যানজট বৃদ্ধি পায়। পাশাপাশি সপ্তাহের শেষের দিন হওয়ায় আজ (বৃহস্পতিবার) চাপ একটু বেশি।

সর্বশেষ সংবাদ শিরোনাম