Thu, 21 Feb, 2019
 
logo
 

আসন্ন কোরবানির ঈদ: ব্যস্ততা বেড়েছে না.গঞ্জের কামার দোকানে

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে চাহিদা বাড়ছে পশু জবাই ও মাংস কাটার সরঞ্জামের। এ চাহিদা পূরণে ব্যস্ততা বেড়েছে নারায়ণগঞ্জের কামার দোকানীদের। সদর, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ, আড়াইহাজার উপজেলার পাড়া মহল্লাতেও দেখা মিলছে এ ব্যস্ততার।

সরেজমিন বাজারে দেখা যায়, বটি, দা, ছুঁরি ও চাকুসহ বিভিন্ন সরঞ্জাম তৈরী করছেন এখানকার কামাররা। এ সময় কথা হয় কর্মকার যুগলচন্দ্রের সঙ্গে। তিনি জানান, বছরের অন্য সময়ের তুলনায় কোরবানিতে বিক্রি বেড়ে যায়। ঋণ সহযোগিতা পেলে এ ব্যবসার পরিধি আরো বৃদ্ধি পেত বলে জানান তিনি।

প্রদীপ কর্মকার নামে আরেক জন বলেন, সারা বছরের মধ্যে কোরবানি ঈদেই আমাদের বেশি ব্যস্ত থাকতে হয়। কিন্তু বর্তমানে লোহা ও কয়লার দাম বেশি। তাই তৈরীকৃত সরঞ্জাম বিক্রি বেশী হলেও লাভ কম হয়। আমরা বছরজুড়ে এ সময়ের অপেক্ষায় থাকি।

একই কথা জানান এ বাজারের কামার গজেন কর্মকারও। তিনি বলেন, দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে এ পেশার সঙ্গে জড়িত আছি। অন্য সময় তেমন কাজের চাপ থাকে না। কিন্তু কোরবানিতে ক্রেতার চাহিদা অনুযায়ী জিনিসপত্র তৈরী করাই কঠিন হয়ে দাঁড়ায়।

কথা হলে বেশ কয়েকজন ক্রেতা জানান, কামারদের কাছ থেকে তারা বছরজুড়ে সাংসারিক ও কৃষিকাজে ব্যবহারের জন্য বিভিন্ন সরঞ্জাম কিনে থাকেন। তবে কোরবানির সময় পশু জবাই ও মাংস কাটার সরঞ্জামের চাহিদা বেশি থাকে। এ সময় প্রচুর চাহিদার কারণে পছন্দমত সরঞ্জাম পেতে বেশ অপেক্ষা করতে হয়।

সর্বশেষ সংবাদ শিরোনাম