Fri, 25 May, 2018
 
logo
 

প্রতীক পেয়ে গণমাধ্যমের মুখোমুখি আইভী

 

লাইভ নারায়ণগঞ্জ : ‘নয় শঙ্কা নয় ভয়, শহর হবে শান্তিময়’ এমন শ্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করলেন আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী।

আজ (৫ ডিসেম্বর) নারায়ণগঞ্জ ক্লাব থেকে সিটি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রির্টানিং অফিসার নুরুজ্জামান তালুকদারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীক‘নৌকা’ বুঝে পেয়ে আইভী এই প্রচারণা শুরু করেন।

প্রতীক বুঝে নেয়ার সময় আইভীর সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদের ও রাসেদ আহম্মেদ রাশুসহ আরও অনেকে।

এসময় নারায়ণগঞ্জ ক্লাবে অপেক্ষারত গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন আওয়ামী লীগ দলীয় মেয়র প্রর্থী সেলিনা হায়াত আইভী। এসময় তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। তিনি জানিয়েছেন, উন্নয়ণের ধারা অব্যহত রাখতে নগরবাসী তাকে পুনরায় র্নিবাচিত করবেন।

সর্বশেষ সংবাদ শিরোনাম