Sat, 22 Sep, 2018
 
logo
 

১ নভেম্বর থেকে না.গঞ্জে আয়কর মেলা, উদ্বোধন করবেন সেলিম ওসমান


স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ শ্লোগান নিয়ে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে আয়কর মেলা।
ব্যক্তি শ্রেণির করদাতাদের কর দিতে উৎসাহী করতে প্রতিবারের মতো এবারও এই মেলার আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এর আগে সেপ্টেম্বরে এই মেলা আয়োজন করা হলেও গত ২ বছর যাবত আয়কর দিবস পিছিয়ে যাওয়ায় মেলাও পিছিয়েছে।
আগামী ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত এ মেলা নারায়ণগঞ্জ ক্লাবে অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ’র সভাপতি একেএম সেলিম ওসমান এ মেলার উদ্বোধন করবেন।
মেলা শুরুর আগেই প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারণা, লিফলেট বিতরণ, ব্যানার, পোস্টারিং, মাইকিংসহ বিভিন্ন মাধ্যমে আয়কর মেলার বিষয়ে মানুষকে সচেতন করা হবে।
নারায়ণগঞ্জ কর অঞ্চলের উপ কমিশনার পল্লব কুমার দেব লাইভ নারায়ণগঞ্জকে  বলেন, করদাতারা যেন নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল এবং আয়কর পরিশোধ করতে পারেন সেজন্য মেলা প্রাঙ্গনে হেল্পডেস্ক বৃদ্ধিসহ করবান্ধব পরিবেশ সৃষ্টি করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদেরও এই মেলায় স্টল করে মেলা সম্পর্কে সচেতন করা হবে। কারণ তারাও আগামী দিনের করদাতা।

সর্বশেষ সংবাদ শিরোনাম