Mon, 18 Feb, 2019
 
logo
 

বন্দরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ:
বন্দরে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার মশিউর রহমান হাদিত (২২) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। শনিবার সকালে নরসিংদী রেল স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

নিহত ইলেকট্রিক ইঞ্জিনিয়ার মশিউর রহমান হাদিত থানার ফরাজিকান্দাস্থ কাজীবাড়ি এলাকার হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইঞ্জিনিয়ার হাদিত গত শনিবার সকালে কুমিল্লা থেকে রেলযোগে নরসিংদী আসার পথে দুর্ঘটনায় নিহত হয়। সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

মশিউর রহমান হাদিতের মৃতদেহ ময়না তদন্ত শেষে রোববার সকালে নিহতের আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করে রেলওয়ে পুলিশ । রোববার দুপুরে ফরাজিকান্দা বড় জামে মসজিদে ইঞ্জিনিয়ার মরহুম হাদিতের নামাজের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

সর্বশেষ সংবাদ শিরোনাম