Mon, 18 Feb, 2019
 
logo
 

ফতুল্লার বরকত মেম্বার আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লা ইউপি'র ৩নং ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগ সভপাতি আলহাজ্ব বরকত উল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না——– রাজেউন)।

রোববার (১০ ফেব্রুয়ারী) সকালে ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। দীর্ঘ দিন ধরে তিনি দুরারোগ্য ফুসফুস ক্যন্সারে ভুগছিলেন।

ঐ দিনই বাদ মাগরিব ফতুল্লা পাইলট স্কুল মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয় । পরে তাকে দাপা কবরস্থানে দাফন করা হয়।

মরহুম বরকত উল্ল্যাহ্ প্রধান প্রায় দেড় যুগ ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। প্রবীন এই আওয়ামী লীগ নেতা মৃত্যুকালীন সময় পর্যন্ত ফতুল্লা ইউনিয়ন ৩নং ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি (মেম্বার) ছিলেন ।

এছাড়াও তিনি দীর্ঘদিন যাবত ফতুল্লা পাইলট স্কুলের পরিচালনা কমিটির সদস্য এবং সেহাচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সহ মসজিদ, মাদ্রাসা কমিটির পরিচালনা কমিটির নেতৃত্বে ছিলেন।

তিনি মৃত্যুকালে স্ত্রী- এক মেয়ে ও দুই ছেলে,নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।

সর্বশেষ সংবাদ শিরোনাম