Sat, 23 Jun, 2018
 
logo
 

আমি চাইনা পুলিশের গুলিতে আর কোন মায়ের বুক খালি হোক: এসপি মঈনুল

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডে মাদক সন্ত্রাস ও অপরাধ দমন বিষয়ক মতবিনিময় সভায় পুলিশ সুপার মঈনুল হক মাদক ব্যবসায়ীদের প্রতি কঠোর হুশিয়ারী উচ্চারন করে বলেছেন, আমি চাইনা পুলিশের গুলিতে কোন মায়ের বুক খালি হোক।

এখনো সময় আছে মাদক ব্যবসা ছেড়ে দিয়ে ভাল হয়ে যান। নতুবা করুন পরিনতি বরন করতে হবে। বুধবার বিকাল সাড়ে ৩টায় নাসিক ৪নং ওয়ার্ডের শিমরাইল ডেনিস কনডেন্সড মিল্ক ২নং গেট এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনকে নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে এ এলাকাকে মাদক মুক্ত করবো। জনগনের সহযোগিতা ছাড়া প্রশাসনের একার পক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন করা সম্ভব নয়। তাই আমাদের প্রতি যদি আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে মাদক ব্যবসায়ীরা এলাকায় দাড়াতে পারবে না।
এনসিসি’র ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসানের সার্বিক সহযোগিতায় ও সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক অপারেশন্স মো: নাসির উদ্দিন সরকারের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. শরাফত উল্লাহর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) মো: শরফুদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, সাধারন সম্পাদক হাজী মো: ইয়াছিন মিয়া, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল মতিন মাষ্টার, থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক তাজিম বাবু প্রমূখ।
এছাড়াও পুলিশ সুপার বলেন, হাতে গনা কয়েকজন মাদক ব্যবসায়ী সমাজে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মাদকের বিস্তার ঘটিয়ে আমাদের স্কুল কলেজ পড়–য়া ছেলে মেয়েসহ যুবসমাজকে মাদকাসক্ত করছে। যার ফলে তারা নানাবিধ অপরাধ মুলক কর্মকান্ডে জড়িয়ে পরছে। পুলিশের ট্রেনিং নিয়ে অস্ত্র হাতে নিয়েছি তাদের তামাসা দেখার জন্য নয়। সবাই যদি এক হয়ে আমাদেরকে সহযোগিতা করেন তাহলে তাদের নাম নিশানা সমাজ থেকে মুছে দিবো। এসময় তিনি সন্ত্রাস, জঙ্গীবাদ সম্পর্কে সবাইকে সোচ্চার থাকারও আহ্বান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, এনসিসি ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো: রফিকুল ইসলাম, সেকেন্ড অফিসার এসআই জসিম উদ্দিন ও এসআই মাজহারুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

সর্বশেষ সংবাদ শিরোনাম