Mon, 18 Feb, 2019
 
logo
 

না.গঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকালে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতীকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

না.গঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

এরপর বেলা ১১টায় প্রতীকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। পরে আলোচনা সভা করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সিনিয়র সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভী, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল।

না.গঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

অন্যদিকে বিকাল ৪টায় দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন মহানগর আওয়ামীলীগ।

ওই সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা সহ আরো অনেকে।

সর্বশেষ সংবাদ শিরোনাম