Wed, 16 Jan, 2019
 
logo
 

বিজয় দিবস পালন উপলক্ষে নারায়ণগঞ্জস্থানের প্রস্ততিমূলক সভা

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: স্যোশাল মিডিয়া অঙ্গনে একটি অন্যতম নাম হচ্ছে নারায়ণগঞ্জস্থান (Narayanganjistan)যে গ্রুপটি ইতিমধ্যে নারায়ণগঞ্জের

হাজারো তরুণ-তরুণীর হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হয়েছে। এই গ্রুপে এসে তরুণ-তরুণীরা অকপটে-অবলীলায় নিজের মনের কথাগুলি ব্যক্ত করতে পারেন। যার ফলে এই গ্রুপটি খুবই অল্প সময়ের মধ্যে নারায়ণগঞ্জসহ সারাদেশব্যাপী সুনাম ছড়াতে সক্ষম হয়েছে এবং নারায়ণগঞ্জের সর্ববৃহৎ গ্রুপে পরিণত হয়েছে। এই গ্রুপের এডমিনসহ সদস্যরা শুধু ভার্চুয়াল লাইফের মধ্যেই সীমাবদ্ধ নয়। তারা বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথেও সম্পৃক্ত হয়েছেন। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জস্থান (Narayanganjistan)গ্রুপটি একটি মাসিক আড্ডা প্রোগ্রাম চালু করেছেন। প্রতি মাসের কোন এক ছুটির দিনে এই প্রোগ্রামটির আয়োজন করা হয়

বিজয় দিবস পালন উপলক্ষে নারায়ণগঞ্জস্থানের প্রস্ততিমূলক সভা

এই প্রোগ্রাম গুলির আয়োজন করা হয় মুলত নারায়ণগঞ্জস্থান(Narayanganjistan) পরিবারটিকে আরও বড় করার জন্য এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক সম্প্রীতি বৃদ্ধি করার জন্য। আর এই সম্পর্ক শুধুমাত্র ভার্চুয়াল লাইফ পর্যন্ত সীমাবদ্ধ না থাকে, বাস্তবেও যাতে সুসম্পর্ক সম্প্রীতি অটুট থাকে

বিজয় দিবস পালন উপলক্ষে নারায়ণগঞ্জস্থানের প্রস্ততিমূলক সভা

মাসিক আড্ডা প্রোগ্রাম গুলিতে মেম্বাররা নারায়ণগঞ্জস্থান (Narayanganjistan) গ্রুপ সর্ম্পকে ভাল দিক মন্দ দিক তুলে ধরে সেই সাথে গ্রুপের পরবর্তী ইভেন্ট বা অ্যাকটিভিটিস সম্পর্কে জানিয়ে দেওয়া হয় এবং সেই সাথে গ্রুপের পরবর্তী ইভেন্ট বা অ্যাকটিভিটিস সম্পর্কে সাজেসন বা মতামত মেম্বারদের থেকে নেওয়া হয়।

এবারের আড্ডাতে গ্রুপের পরবর্তী প্রোগ্রাম ১৬ ডিসেম্বরের প্রথম পহরে চাষারা বিজয় স্থম্ভে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য যেই র‌্যালিটি বের করা হবে তা নিয়ে আলোচনা হয়সকল ভোলেন্টেয়ার এবং মেম্বারদের জানিয়ে দেয়া হয় তারা যাতে তাদের পরিচিত মেম্বারদের র‌্যালিতে অংশগ্রহণ করার জন্য কাজ করে।

বিজয় দিবস পালন উপলক্ষে নারায়ণগঞ্জস্থানের প্রস্ততিমূলক সভা

এ বিষয়ে নারায়ণগঞ্জস্থান(Narayanganjistan) গ্রুপের এডমিন আরেফিন রওশন বলেন, আশা করছি গতবছরের র‌্যালি থেকে এবারের র‌্যালীতে দ্বিগুণ মেম্বার অংশগ্রহণ করবে মাসিক আড্ডাগুলি ভোলেন্টেয়ার দের একত্রিত করার জন্যেও করা হয় বা যারা গ্রুপের ভোলেন্টেয়ার হতে চায় বা নতুন মেম্বার যারা গ্রুপের সাথে যুক্ত হতে চায় তাদের জন্যও করা হয়এবারও প্রায় ১০ থেকে ১৫ জন নতুন মেম্বার এসেছে, যার মধ্যে বেশ কয়েকজন গ্রুপের ভোলেন্টেয়ার হতে আগ্রহ প্রকাশ করেছে

প্রোগ্রামের শেষ এর দিকে আমরা একটি ফান সেগমেন্ট হিসেবে একটি প্রতিযোগিতার আয়োজন করি এবং প্রতিযোগিতার বিজয়িরা মোবাইল সেট সহ অন্যান্য পুরস্কার পেয়েছেনমোবাইল সেটের স্পন্সর ছিল স্কাই ইলেক্ট্রনিক।

তিনি আরো বলেন, মোটামুটি এবারের প্রোগ্রাম টি ভাল হয়েছে কারন আবার প্রায় ৭০ জনের মত অংশগ্রহণ করেছে আর সব ভোলেন্টেয়ার এবং মেম্বাররা তাদের মতামত তুলে ধরতে পেরেছে গ্রুপের পরবর্তী প্রোগ্রাম ১৬ ডিসেম্বরের র‌্যালিটির উপর সবাই কাজ করুন, আমরা পরবর্তী সপ্তাহে র‌্যালির পূর্ব প্রস্তুতি হিসেবে একটি সভার আয়োজন করা হবে এবং পোষ্ট এর মাধ্যমে সকলকে জানিয়ে দেয়া হবে

সর্বশেষ সংবাদ শিরোনাম