Sat, 16 Feb, 2019
 
logo
 

ঘাসের ডগায় শিশিরবিন্দু ঠেসমূলে অপরূপ


স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: মধ্য অগ্রহায়ণ প্রকৃতিতে হিমানুভূতি। চারদিকে ঝরছে শীতের জলজপরশ শিশিরবিন্দু। দীর্ঘরাতের যাপন শেষে শীতের সার্থক দোসর হয়ে ধরা সিক্ত হয় শিশিরকণায়। লুটিয়ে পড়ে ঘাসের ডগায়, কচি সবুজ কিশলয়ে।

বুধবার (২৯ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার জালকুড়িতে আলো ফুটতেই তার লাবণ্যময় প্রকাশ সবাইকে যেন প্রভাতীশুভেচ্ছা জানাচ্ছিলো হয়েছে।

ঘাসের ডগায় শিশিরবিন্দু ঠেসমূলে অপরূপ

নিজস্ব সৌন্দর্য রয়েছে শিশিরের। সে সৌন্দর্য স্পষ্ট উজ্জ্বলতায় রাঙা। অনেকের হৃদয়কে তা বিমুগ্ধ করে। একেক স্থানের উপর খণ্ড খণ্ড অসংখ্য শিশিরবিন্দু যখন জায়গা দখল করে বসে পড়ে তখন তারা সম্মিলিত শ্বেতশুভ্ররূপে অভিনন্দিত।

একটু রোদ উঠতেই জালকুড়ির খেজুরতলা সড়কের পাশে চোখ পরলে দেখা যায় ঝোপ থেকে ঠেসমূলগুলোর মধ্যে উঁকি দিচ্ছে ছোট ছোট ফুল। ঝোপ দিখে যেন মনে হয় অবহেলিত বেড়ে উঠা উদ্ভিদ এগুলো ।

ঘাসের ডগায় শিশিরবিন্দু ঠেসমূলে অপরূপ

এসকল গাছে সব সময় ফুল ধরে না। প্রধানত শীত মৌসুমে কিছু প্রজাতির অধিকাংশ উদ্ভিদে ফুল আসে। তখন নানান ধরনের মৌমাছি ও প্রজাপতি উদ্ভিদ গুলোর ফুলে ফুলে বিচরণ করে। ওই সময়ও দেখায় মৌমাছি ওই ফুল গুলো থেকে মধু সংগ্রহ করছে।

ঘাসের ডগায় শিশিরবিন্দু ঠেসমূলে অপরূপ

 

ঘাসের ডগায় শিশিরবিন্দু ঠেসমূলে অপরূপ

 

ঘাসের ডগায় শিশিরবিন্দু ঠেসমূলে অপরূপ

 

ঘাসের ডগায় শিশিরবিন্দু ঠেসমূলে অপরূপ

 

ঘাসের ডগায় শিশিরবিন্দু ঠেসমূলে অপরূপ

ঘাসের ডগায় শিশিরবিন্দু ঠেসমূলে অপরূপ

 

ঘাসের ডগায় শিশিরবিন্দু ঠেসমূলে অপরূপ

 

ঘাসের ডগায় শিশিরবিন্দু ঠেসমূলে অপরূপ

ঘাসের ডগায় শিশিরবিন্দু ঠেসমূলে অপরূপ

সর্বশেষ সংবাদ শিরোনাম