Wed, 16 Jan, 2019
 
logo
 

ফতুল্লা মডেল থানার এএসআই কামরুল হাসান মানিকগঞ্জে এসআই পদে পদোন্নতি


লাইভ নারায়ণগঞ্জ ডেস্ক: ফতুল্লা মডেল থানার এক সময়ের  চৌকশ এ.এস.আই কামরুল হাসান ঢাকা মানিকগঞ্জ জেলায় কর্মরত থাকা  এস.আই পদে পদোন্নতি হয়েছে । ৫ নভেম্বর জেলা পুলিশ সুপারের কার্যলায় হতে তিনি পদোন্নতির ব্যাজ পড়েন।


সূত্রে জানাযায়, ফতুল্লা থাকা জেলার শ্রেষ্ঠ এ.এস.আই কামরুল হাসান । তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের মাসিক কল্যান সভায় জেলা সকল অফিসারের চেয়ে সে বেশি সম্মাননার পুরস্কার ও সার্টিফিকেট পেয়েছে। তিনি ঢাকা রেঞ্জ হতে শ্রেষ।ট অফিসার হিসেবেও পুরস্কার পেয়েছিলেন। গত দুই মাস আগে এ.এস.আই কামরুল হাসান ফতুল্লা মডেল থানা হতে মানিকগঞ্জ বদলী হয়। বর্তমানে সে মানিকগঞ্জ জেলাই কর্মরত আছেন।  কামরুল হাসান ৫ নভেম্বর মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্য়লয় হতে এ.এসআই থেকে এস.আই পদে পদোন্নতির পায় এবং ব্যাজ(ফুল) পড়েন।

সর্বশেষ সংবাদ শিরোনাম