Mon, 18 Feb, 2019
 
logo
 

জাতীয়পার্টির মনোনয়ন তালিকায় নেই পারভীন ওসমান

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ক্ষমতাশীন দল আওয়ামীলীগের পর এবার বিরোধী দল জাতীয়পার্টির সংরক্ষিত নারী আসনে মনোনীতদের তালিকায় নেই নারায়ণগঞ্জের কারো নাম।

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপ-প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

খন্দকার দেলোয়ার জালালী জানান, একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলামসহ ৪ জনকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি। বাকি তিনজন হলেন রওশন আরা মান্নান, মাসুদা এম রশিদ ও জাপা চেয়ারম্যানের উপদেষ্টা নাজমা আক্তার

তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ তাদের এ মনোনয়ন চূড়ান্ত করেছেন।

এর আগে নারায়ণগঞ্জে জাতীয় পার্টির মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী ছিলেন পারভীন ওসমান। তাকে জাতীয় পার্টির চেয়ারম্যান, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ মনোনয়নের ব্যাপারে আশ্বস্তও করেছিলেন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধি থাকবেন ৪৩ জন, জাতীয় পার্টির ৪ জন, জাতীয় ঐক্যফ্রন্টের ২ জন এবং স্বতন্ত্র এবং অন্যান্য দলের আরো ১ জনকে মনোনয়ন পাওয়ার কথা রয়েছে।

পূর্বের নিউজ পড়তে ক্লিক করুন
সংরক্ষিত আসনে জাপার মনোনয়ন পেলেন পারভীন ওসমান

সর্বশেষ সংবাদ শিরোনাম