Wed, 20 Feb, 2019
 
logo
 

স্বাস্থ্য খাতের শ্রেষ্ঠ ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য খাতে নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে সির্ভিল সার্জন।

বুধবার (১১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার’র উপস্থিতিতে একথা বলেন জেলা সিভিল সার্জন।
পুরুস্কার প্রাপ্তরা হলেন শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা কাজী নূরুল ফেরদৌসী, ফতুল্লা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসাবে ফতুল্লা ইউনিয় পরিষদের পুরস্কার গস্খহণ করেন ফতুল্লা ইউপির ৬নং ওয়ার্ড সদস্য আলী আকর্ব।
শ্রেষ্ঠ উপসহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার মো. জাকির হোসেন, তারাব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। শ্রেষ্ঠ বেসরকারি ক্লিনিক, মেরীস্টোপস ক্লিনিক, চানমারি। শ্রেষ্ঠ পরিবার কল্যার সহকারি, সৈয়দা সীমা শাহনাজ, ২/গ ইউনিট ফতুল্লা ইউনিয়ন।
শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মাকছুদুর রহমান, বন্দর ইউনিয়ন। শ্রেষ্ঠ উপজেলা পরিষেদ, বন্দর ও শ্রেষ্ঠ রেসরকারি প্রতিষ্ঠান, নগর মাতৃসদন (পিএসকেপি) বন্দর।

সর্বশেষ সংবাদ শিরোনাম