Fri, 14 Dec, 2018
 
logo
 

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার একটি হত্যা মামলায় এক আসামীকে ২ দিনের রিমান্ডে নিয়েছে থানার পুলিশ।

রোববার (২৫ নভেম্বর) সকালে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠালে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেন ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড প্রাপ্ত আসামী হলো বোচগঞ্জ থানার আটগাঁও এলাকার আশরাফুল ইসলামের ছেলে আরমান ইসলাম (২৪)।

পুলিশের দাবি, নিহত ব্যক্তি প্রেম ভালোবাসার সর্ম্পক করিয়া বিবাহের বন্ধনে আবদ্ধ হন। কিন্তু নিহতের পরিবার এই বিষয়টি মেনে নেয়নি। দাম্পত্য জীবনে তাদের একটি ৩ বছরের কন্যা আছে। কিন্তু কয়েক বছর হয়ে যাওয়ার পরেও নিহতের পরিবার মেনে না নেওয়াতে নিহতের স্বামী তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। ২০ নভেম্বর দুপুর দেড়টায় ঝগড়া লেগে মারপিট করে নিহতের শরীরে বিভিন্ন স্থানে জখম করে ফেলে এক পর্যায় শ্বাসরোধ করে হত্যা করে।

প্রাথমিক তদন্তে জানা যায়, আসামী একজন হত্যাকারী। নিহতকে মারপিট করে জখম করে পরবর্তীতে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার মূল রহস্য উদঘাটনসহ তথ্য সংগ্রহের জন্য আসামীকে জিজ্ঞাসাবাসের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম