Tue, 22 Jan, 2019
 
logo
 

অ্যাড. সাখাওয়াতের জামিন না মঞ্জুর, জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খানকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ প্রদান করেছে আদালত।

মঙ্গলবার (৬ নভেম্বর) বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মিল্টন হোসেন রিমান্ড না মঞ্জুর করে এ নির্দেশ প্রদান করেন। এর আগে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হয় নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

কোর্ট সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর সদর মডেল থানায় মামলাটি করেন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন। নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় ৫ নভেম্বর জেলা বিএনপির সেক্রেটারিকে গ্রেফতার দেখানো হয়েছে।

কোর্ট পুলিশের পরির্দশক (ওসি) হাবিবুর রহমান বলেন, বিকালে সাখাওয়াত হোসেনকে আদালতে উঠানো হয়ে পুলিশের দেওয়া রিমান্ড আবেদন না মঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ প্রদান করে আদালত।

সর্বশেষ সংবাদ শিরোনাম