Fri, 14 Dec, 2018
 
logo
 

সিদ্ধিরগঞ্জের শাওন হত্যায় দুইজনের ফাঁসি

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের ব্যবসায়ী মওদুদ আহমেদ শাওন হত্যা মামলায় দুইজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

সোমবার (৩০ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত ১ম জেলা ও দায়রা জজ রবিউল আউয়াল এই রায় প্রদান করেন। দন্ডিতরা হলো বসু ও রাকিব। এরমধ্যে রাকিব পলাতক রয়েছে।

নিহত মওদুদ আহমেদ শাওন সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকার মো. নাসির হোসেনের ছেলে।

অতিরিক্ত পাবলিক পসিকিটর মাকসুদা বেগম জানান, এই মামলায় ২৩ জন সাক্ষীর সাক্ষ প্রধান ও মামলার প্রধান আসামী বাসু ১৬৪ ধারায় জবানবন্দি প্রদানের উপর সার্বিক দিক বিবেচনা করে আদালত এ ফাঁসির আদেশ দিয়েছেন।

এদিকে নিহতের পিতা মো. নাসির হোসেন জানায়, আমার ছেলে কে তৈল ব্যবসা ও লেনদেন এর কারনেই হত্যা করেছে তারা । আমি রায়ে খুশি।

মামলার সূত্রমতে, ২০১৩ সালে ১০ জুলাই সোনাগাঁও উপজেলার বারুদী ইউনিয়নের দৌলদী গ্রাম থেকে গলা কাটা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই সময় শাওনের পরিচয় না পাওয়ায় ময়না তদন্ত শেষে ১১ জুলাই মাসদাইর কবরস্থানে বেওয়ারিস হিসেবে দাফন করা হয় তার লাশ। পরে সোনাগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করে পুলিশ। ১২ জুলাই শাওনের পরিবার তার লাশ শনাক্ত করলে আদালত শাওনের লাশটিকে পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশ দেয় । ১৬ জুলাই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শাওনের লাশ উত্তোলন করা হয় ।

সর্বশেষ সংবাদ শিরোনাম