Sun, 21 Oct, 2018
 
logo
 

গিয়াসের আত্মসমর্পণ গ্রহণ করেনি আদালত

লাইভ নারায়ণগঞ্জ: হাইকোর্টের দেয়া ৮ সপ্তাহের জামিন আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানী শেষ না হওয়ায় বিএনপি নেতা সাবেক সাংসদ মো: গিয়াসউদ্দিনের আত্মসমর্পণ গ্রহন করেনি আদালত।

তাই লিভ টু আপিলের শুনানী শেষ হওয়ার পর তাকে নিম্ন আদালতে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নারায়ণগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসানের আদালত সোনারগাঁ থানার একটি নাশকতার মামলায় আত্মসমর্পণ করলে আদালত এই নির্দেশ দেন।

এ বিষয়ে মো: গিয়াসউদ্দিনের আইনজীবী অ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেন, সোনারগাঁ থানার একটি মামলায় বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মো: গিয়াসউদ্দিনকে ৮ সপ্তাহের জামিন দেয় হাইকোর্ট এবং নিম্ন আদালতে আত্মসমর্পন করতে বলে। এই জামিন আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন গিয়াসউদ্দিন। লিভ টু আপিলের শুনানী এখনও হাইকোর্টে চলমান।

সর্বশেষ সংবাদ শিরোনাম