Wed, 19 Dec, 2018
 
logo
 

না.গঞ্জ জেলা ও দায়রা জজের বদলী

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ বেগম হোসনে আরা আকতারের বদলী হয়েছে। তিনি সাতক্ষীরা জেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বদলী হয়েছেন।

পাশাপাশি বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোহাম্মদ আনিসুর রহমানকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ হিসেবে স্থানান্তরিত করা হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. নুরুল আলম সিদ্দীক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার ১৬ নভেম্বর অর্পণ করে অবিলম্বে বদলি কর্মস্থলে যোগ দিতে অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম