Tue, 22 Jan, 2019
 
logo
 

সেলিম ওসমানের আসনে দিপু, সুফিয়ান

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ আসনে আওয়ামীলীগের মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু। অন্যদিকে একই আসনে এবার মনোনয়ন কিনেছে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান।

শুক্রবার (৯ নভেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামীলীগের কার্যালয় থেকে নারায়ণগঞ্জ-৩ এ মনোনয়ন প্রত্যাশী হিসেবে তারা এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আগামী ২৩ ডিসেম্বরে অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামীলীগ।

জানা গেছে, নারায়ণগঞ্জ-৫ আসনকেও আগের মতই রাখা হয়েছে। এতে আলীরটেক, গোগনগর, বন্দর উপজেলা ও সিটি করপোরেশনের ১১ হতে ২৭ নাম্বার ওয়ার্ড অন্তর্ভুক্ত রয়েছে। এ আসনে এবার ভোটার সংখ্যা ৪ লাখ ৪৫ হাজার ৬১৬। দশম জাতীয় সংসদ নির্বাচনে এ সংখ্যা ছিল ৩ লাখ ৪২ হাজার ৪৭৯।

প্রসঙ্গত, আসনের বর্তমান সাংসদ জাতীয় পার্টির একেএম সেলিম ওসমান। গত ২০১৪ সালে এক উপ নির্বাচনে লাঙল প্রতিকে নির্বচিত হন।

সর্বশেষ সংবাদ শিরোনাম