Mon, 18 Feb, 2019
 
logo
 

খাজা রহমতউল্লাহ্’কে স্মরণ করবে না.গঞ্জ আ.লীগ

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: প্রয়াত নেতা খাজা রহমতউল্লাহ্ এর ১ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা করবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।

আগামী ২৪ অক্টোবর বিকাল ৩টায় শহরের দেওভোগে অবস্থিত শেখ রাসেল নগর পার্কে স্মরণসভাটির আয়োজন করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মো. আবদুল হাই এর সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত থাকবেন প্রধান অতিথি বিদ্যুৎ ও জালানী মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ আওয়ামীলীগের সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল।

এছাড়াও স্থানী নেতৃবৃন্দ খাজা রহমতউল্লাহ্র স্মরণ সভায় বক্তব্য রাখবেন।

প্রসঙ্গত, প্রয়াত নেতা খাজা রহমতউল্লাহ্ ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সহ-সভাপতি, সাবেক জাতীয় হকি তারকা ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি।

সর্বশেষ সংবাদ শিরোনাম