Wed, 22 Nov, 2017
 
logo
 
 

 
 
2017-11-22-05-47-32স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে অনেক কিছু বলতে চান, বুঝাতে চান। কারণ মেয়র আইভী ভাল মন্দ বোঝেন না । এ জন্যে লং ড্রাইভে আইভীকে চান শামীম ওসমান। অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের উপস্থপনায় ‘ সেন্স অব হিউমার’ অনুষ্ঠানের একটি পর্বে অতিথি হয়ে আসেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি...
 
সর্বশেষ শিরোনাম
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 
 

 
শহরজুড়ে

 

রাজনীতি
 
জেলাজুড়ে

 

অর্থনীতি

বিশেষ প্রতিবেদন
 
 
 
 
 
 
 

 

 

 

 

শিক্ষা
 
স্বাস্থ্য
 
ক্রিড়া
 
ধর্ম
 
জনপ্রতিনিধি
 
সাক্ষাতকার
 

ক্যারিয়ার
 
বিনোদন
 
সাহিত্য
 
মন্তব্য কলাম
 
আইন-আদালত
 
লাইফ স্টাইল
 
শুভ কামনা
 
দুর্ভোগ
 
জরুরি প্রয়োজনে
 
এ্যালবাম
Previous ◁ | ▷ Next
 
মিডিয়ায় না’গঞ্জ
কোথায় কি
 
 

ক্রয়-বিক্রয়
 
ভাড়া
 
ভ্রমন
 
ইতিহাস-ঐতিহ্য
 
 
 
 
 

প্যাণেল মেয়র-২ এর প্রার্থী হচ্ছেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল


লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদ সহ কাউন্সিলর পদে কারা নির্বাচিত হচ্ছেন এ নিয়ে নগরবাসীর জল্পনা কল্পনা শেষ হলেও নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে কে হচ্ছেন প্যাণেল মেয়র-১, ২ ও নারী প্যানেল মেয়র-৩ এ নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা কল্পনা।

নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণের দিনক্ষন এখনো ঠিক না হলেও প্যানেল মেয়র হওয়ার প্রতিযোগিতায় ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন পুরুষ ও নারী কাউন্সিলররা। কেননা, দায়িত্ব গ্রহণের পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের প্রথম সভাতেই তাদের ভোটে নির্বাচিত হবেন প্যানেল মেয়র-১, ২ ও নারী প্যানেল মেয়র-৩। যে কারনে নবাগত কাউন্সিলরদের মধ্যে এবার অনেকেই প্যানেল মেয়র হওয়ার লক্ষে ইতিমধ্যেই নব-নির্বাচিত কাউন্সিলরদের সাথে লবিং শুরু করে দিয়েছেন।

এদিকে, একটি সূত্র নিশ্চিত করেছে এনসিসি এর প্যাণেল মেয়র-২ এ পদটির জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন ৫নং ওয়ার্ড এর নব নির্বাচিত তরুণ ও উদীয়মান কাউন্সিলর গোলাম মুহুাম্মদ সাদরিল। এনসিসি নির্বাচনে কাউন্সিলর পদে বিএনপি সমর্থিত ১২ জন কাউন্সিলর ছাড়াও বাকী কাউন্সিলরদের সাথে তিনি নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন।
আর একজন ক্লীন ইমেজধারী মাদকমুক্ত, শিক্ষিত, কর্মদ্যোমী, দুরদর্শী চিন্তার অধিকারী হওয়ায় এবং বয়সে সবচেয়ে তরুণ ও সদা হাস্যোজ্জল ব্যাবহারের অধিকারী কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিলকেও এনসিসি’র অন্যান্য কাউন্সিলররা পছন্দ করছেন খুব।  
 
তাই জনগণের ভালোবাসা জয় করে তাদের ভোটে কাউন্সিলর নির্বাচিত হওয়া এনসিসি’র ৫নং ওয়ার্ড কাউন্সিলও গোলাম মুহাম্মদ সাদরিল এনসিসি’র প্রথম সভায় কাউন্সিলরদের ভোটে যদি প্যাণেল মেয়র-২ নির্বাচিত হন তাহলে অবাক হওয়ার কিছুই থাকবেনা বলে মনে করেন অভিজ্ঞ মহল।