Wed, 20 Sep, 2017
 
logo
 
 

 
 
2017-09-20-10-00-27লাইভ নারায়ণগঞ্জ : একে একে চার বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত শুরু হচ্ছে না নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মাহমুদ ত্বকী হত্যার। এমনকী এই হত্যার নেপথ্যে কারা ছিলো সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো সুরাহ হচ্ছে না। প্রশাসনও ঢিমেতাল নীতি অনুরসরণ করে চলছে। অপরদিকে ত্বকী হত্যায় যখন গোটা দেশসহ উত্তাল নারায়ণগঞ্জ তখনই  নিখোঁজ হয় যুবলীগ নেতা জহিরুল ইসলাম...
 
সর্বশেষ শিরোনাম
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 
 

 
শহরজুড়ে

 

রাজনীতি
 
জেলাজুড়ে

 

অর্থনীতি

বিশেষ প্রতিবেদন
 
 
 
 
 
 
 
 

শিক্ষা
 
স্বাস্থ্য
 
ক্রিড়া
 
ধর্ম
 
জনপ্রতিনিধি
 
সাক্ষাতকার
 

ক্যারিয়ার
 
বিনোদন
 
সাহিত্য
 
মন্তব্য কলাম
 
আইন-আদালত
 
লাইফ স্টাইল
 
শুভ কামনা
 
দুর্ভোগ
 
জরুরি প্রয়োজনে
 
এ্যালবাম
Previous ◁ | ▷ Next
 
মিডিয়ায় না’গঞ্জ
কোথায় কি
 
 

ক্রয়-বিক্রয়
 
ভাড়া
 
ভ্রমন
 
ইতিহাস-ঐতিহ্য
 
 
 
 
 

পুন:ভোট গণনার দাবীতে কালামপুত্র আশার সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ : সদ্য সমাপ্ত ঘটা নির্বাচনে দু’টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কর্মকা- নিয়ে প্রশ্ন তুলেছেন ২৩ নং ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী আবুল কাউসার আশা।


শুক্রবার বিকাল ৪টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি অনিয়মের অভিযোগ এনে ওই প্রশ্ন তুলেন। সেই সাথে তিনি ১৫০ নং পশ্চিম বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট পুন:গণনার দাবী জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে আবুল কাউছার আশা বলেন, ভোট গণনার সময় একজন বিশেষ কাউন্সিলর প্রার্থীর লোকজন ছাড়া সকল প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া হয়েছে। এছাড়াও ভোট কেন্দ্রে থাকা আইনশৃঙ্খলা বাহিনির লাঠিচার্জের কারণে ভোটারা ভোট দিতে পারেনি। ফলে ভোটার সংখ্যাও কম ছিলো।

ভোট গণনার পুন: দাবী জানিয়ে রিটানিং অফিসারের কাছে লিখিত অভিযোগে করেছেন। সেখানে তিনি উল্লেখ করেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৩ নং ওয়ার্ডের স্বল্পেরচক এলাকার ১৫০নং পশ্চিম বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার বিবরনীতে ভোট গ্রহণ করার সময়, ভোট গণনা আরম্ভ করার সময়, ভোট গণনা শেষ করার সময়, ৪নং কলামে বৈধ ভোটার, মহিলা-পুরুষ ভোটারের সংখ্যা উল্লেখ নেই।

পাশাপাশি প্রার্থী, নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট, পিন নম্বর ও স্বাক্ষর কলামের ৬জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কোন পোলিং এজেন্টের নাম, পিন নাম্বার ও স্বাক্ষর প্রিজাইডিং অফিসার নেয়নি বলে দাবী করেন তিনি।