Wed, 26 Jul, 2017
 
logo
 

এনসিসি নির্বাচন ২০১৬

৩৮ কেন্দ্রে নৌকা ৪০,৪৯০ ধানের শীষ ২১,২২৭

লাইভ নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে চলছে ভোট গণনা। এর মধ্যে আমাদের হাতে নগরীর ৩৮ টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ থেকে এগিয়ে আছে নৌকা প্রতীক।

নৌকা প্রতীকের সেলিনা হায়ৎ আাইভী পেয়েছেন ৪০,৪৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাখাওয়াত হোসেন খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন
২১,২২৭ ভোট।

সর্বশেষ সংবাদ শিরোনাম ২৪