Wed, 26 Jul, 2017
 
logo
 

এনসিসি নির্বাচন ২০১৬

শামীম ভোট দিলেন নৌকায়: প্রকাশ্যে সিল মেরে দেখালেন ক্যামেরায়

চলতি মাসের ৭তারিখে নারায়ণগঞ্জ-৪ আসনের সরকারদলীয় সাংসদ শামীম ওসমানের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় জেলা বিএনপি’র সভাপতি তৈমুর আলম খন্দকার বলেছিলেন ‘শামীম’ই নৌকায় ভোট দিবে না’। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় তাই কিনা নারায়ণগঞ্জ বার একাডেমি (স্কুল) কেন্দ্রে সাংবাদিকদের সামনে প্রকাশ্যে’ই ভোট দিলেন আলোচিত এই সাংসদ। এই সময় তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে।

শামীম ভোট দিলেন নৌকায়: প্রকাশ্যে সিল মেরে দেখালেন ক্যামেরায়এর পর ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার পর নির্বাচন নিয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে সাংসদ শামীম ওসমান বলেন, অত্যন্ত সুষ্ঠু পরিবেশে নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে আওয়ামী লীগের সামনে দুটি চ্যালেঞ্জ ছিল। একটি হলো নির্বাচন সুষ্ঠু করা, আরেকটি আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করা।

একজন সাংসদ প্রকাশ্যে ভোট দিতে পারেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা সাংবাদিকেরা নির্বাচনের কিছু খুঁজে পাচ্ছিলেন না। আমি চেয়েছি নিজেকে রক্তাক্ত করে আপনাদের খুশি করতে।’

সর্বশেষ সংবাদ শিরোনাম ২৪