Sat, 22 Jul, 2017
 
logo
 

এনসিসি নির্বাচন ২০১৬

খালেদা জিয়া না.গঞ্জে আসলে সংসদ সদস্য পদ ছেড়ে দিতাম : শামীম ওসমান

লাইভ নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে খালেদা জিয়া বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণায় আসলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে আইভীর পক্ষে প্রচারণায় নামতেন বলে জানিয়েছেন শামীম ওসমান।


বার একাডেমি ভোটকেন্দ্রে দুপুর আড়াইটার সময় ভোট দেওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে ওই কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের ওই সংসদ সদস্য।

শামীম ওসমান বলেন, স্বাধীনতার সপক্ষের শক্তি আমাদের দলীয় নেতাকর্মীরা প্রমাণ করে দিয়েছেন প্রার্থীর সাথে যোগাযোগ না করেও কিভাবে নৌকার পক্ষে কাজ করতে হয়। আমি নিশ্চিত আমাদের প্রার্থী আইভী বিজয়ী হবেনই।

তিনি ভোটারদের উপস্থিততে সন্তোষ প্রকাশ করে বলেন, ভোটরদের উপস্থিতি দেখে ভালো লাগছে। সবাই নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। এটা সম্ভব হয়েছে জননেত্রী প্রধামন্ত্রী দুরদর্শিতার কারণে।

সাংবাদিকদের এক প্রশ্নে শামীম ওসমান বলেন, বিধি নিষেধ থাকার কারণে আমি আমাদের প্রার্থীর পক্ষে প্রচারণায় নামতে পারি নি। তবে আমি সকল প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। নারায়ণগঞ্জে যদি খালেদা জিয়া বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণায় আসতেন তবে, আমি আমার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে আমাদের প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমে যেতাম।

সর্বশেষ সংবাদ শিরোনাম ২৪