Sat, 22 Jul, 2017
 
logo
 

এনসিসি নির্বাচন ২০১৬

ভোট দিলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আইভী

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ভোট দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী । সকাল সাড়ে ১০টায় ১৬নং ওয়ার্ডের শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে তিনি তার ভোটাধীকার প্রয়োগ করেন।


এর আগে সকাল ৯টার দিকে মাসদাইর কবরস্থানে  ডা. সেলিনা হায়াৎ আইভী তার বাবার কবর জিয়ারত করে। এসময় তার সঙ্গে দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ভোট দিলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আইভী

এসময় আইভী বলেছেন, খুব সুন্দর পরিবেশে নারায়ণগঞ্জে ভোটগ্রহণ চলছে। আজকের দিনটি নারায়ণগঞ্জবাসীর জন্য একটি বিরল দিন। এতো সুন্দর পরিবেশে নির্বাচন নারায়ণগঞ্জবাসী এর আগে দেখেনি।
তিনি আরো বলেন, আশা করি বিকেল ৪টা পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে। আমি আগেও বলেছি, ফলাফল যাই হোক আমি জনতার রায় মেনে নেব।

সর্বশেষ সংবাদ শিরোনাম ২৪