Mon, 23 Apr, 2018
 
logo
 

উত্তরসূরী হিসেবে মুড়াপাড়া জমিদার বাড়ি পরিদর্শণে এসে আবেগে আপ্লুত সঙ্গীতা বন্দোপাধ্যায়

রূপগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে ভারতের প্রখ্যাত কথা সাহিত্যিক এবং মুড়াপাড়া জমিদার বাড়ির উত্তরসূরী সঙ্গীতা বন্দোপাধ্যায়কে রূপগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মুড়াপাড়া মঠেরঘাট এলাকায় রূপগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়।

এর আগে, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) নিজে সঙ্গীতা বন্দোপাধ্যায়কে মুড়াপাড়া জমিদার বাড়ি ঘুরিয়ে দেখান।

উত্তরসূরী হিসেবে মুড়াপাড়া জমিদার বাড়ি পরিদর্শণে এসে আবেগে আপ্লুত সঙ্গীতা বন্দোপাধ্যায়
জানা গেছে, বাংলাদেশ সরকার ও কথা সাহিত্যিক পরিষদের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসেন ভারতের প্রখ্যাত কথা সাহিত্যিক সঙ্গীতা বন্দোপাধ্যায়। তিনি রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া জমিদার বাড়ির উত্তরসূরী। এছাড়া রূপগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়টিও ওই জমিদার বাড়িতে। রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের আমন্ত্রণে এই প্রথম সঙ্গীতা বন্দোপাধ্যায় রূপগঞ্জে তার পৈত্রিক ভিটেবাড়ি দেখতে মুড়াপাড়ায় আসেন। সঙ্গীতা বন্দোপাধ্যায় তৎকালীন জমিদার জগদীশ চন্দ্র ব্যানার্জীর নাতনি ছিলেন।  পৈত্রিক ভিটেবাড়ি পরিদর্শণে এসে সঙ্গীতা বন্দোপাধ্যায় আবেগে আপ্লুত হয়ে পড়েন।

উত্তরসূরী হিসেবে মুড়াপাড়া জমিদার বাড়ি পরিদর্শণে এসে আবেগে আপ্লুত সঙ্গীতা বন্দোপাধ্যায়
রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কলামিষ্ট, গবেষক, লেখক লায়ন মীর আব্দুল আলীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার চীফ রিপোর্টার মঞ্জুরুল ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের ভিপি শাহরিয়ার পান্না সোহেল, সাংবাদিক মকবুল হোসেন, আবুল কালাম শাকিল, সাত্তার আলী সোহেল, খলিল সিকাদার, মনির হোসেন মনু, মাসুদ করিম, এ হাই মিলন, জিএম সহিদ, আশিকুর রহমান হান্নান, জাহাঙ্গীর আলম হানিফ, এসএম শাহদাত, শফিকুল আলম ভুইয়া প্রমুখ।
এসময় সঙ্গীতা বন্দোপাধ্যায় বলেন, মুড়াপাড়ায় জমিদার আমলের নিদর্শন গুলো বাংলাদেশ সরকার সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নতুন প্রজন্মের মাঝে এই স্থাপত্যগুলোর ঐতিহাসিক গুরুত্ব প্রসারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমি আশা করছি।
নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক) বলেন, মুড়াপাড়া জমিদার বাড়িসহ জমিদার আমলের নিদর্শন গুলো সংরক্ষণে বর্তমান সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম