- Details
-
Published on Wednesday, 01 April 2015 16:13
সিটি করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ ডট কমঃ বৃষ্টির কারণে মেলায় স্টল কম খোলা থাকলেও দর্শনার্থী ছিল চোখে পরার মত। বুধবার ছিল জেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা এবং ৩৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৭ দিন ব্যাপী মেলার ৫ম দিন। সকালে বৃষ্টি ।
সকাল থেকেই বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত শিক্ষার্থীরা ভীড় জমিয়েছে মেলা প্রাঙ্গণে। এ দিকে মেলা প্রাঙ্গণের ষ্টল গুলোর উপরে ত্রিপল থাকাতে কোন ধরণের ক্ষতি হয়নি বলে জানিয়েছেন বিভিন্ন ষ্টলের কর্মকর্তারা।
এদিকে প্রতিদিনের মত আজকেও ৩৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ডিজিটাল উদ্ভাবনী মেলায় তথ্য প্রযুক্তি বিষয়ক “কুইজ” প্রতিযোগিতা, প্রবন্ধ উপস্থাপন “ডিজিটাল প্রযুক্তি ও বাংলাদেশ”, চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এটুআই প্রকল্প, মহাপরিচালক (প্রশাসক), প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদ প্রশাসক আব্দুল হাই। অনুষ্ঠানে প্রতিদিনের মত আজও সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোঃ আনিছুর রহমান মিঞা।