Tue, 24 Apr, 2018
 
logo
 

আজ“ইনোভেশন”সেমিনার,“আলোকিত সমাজ গঠনে গ্রন্থের গুরুত্ব” প্রবন্ধ উপস্থাপন

সিটি করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ ডট কমঃ মঙ্গলবার ডিজিটাল উদ্ভাবনী মেলা এবং ৩৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের ৪র্থ দিন। সকাল থেকেই স্কুল কলেজের শিক্ষার্থীরা মেলায় আসতে শুরু করেছে।

নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গত শনিবার থেকে সপ্তাহ ব্যাপী এই মেলা চলছে। প্রত্যেক দিনের মত আজও মেলাতে রয়েছে “ইনোভেশন” সেমিনার, প্রবন্ধ উপস্থাপন “আলোকিত সমাজ গঠনে গ্রন্থের গুরুত্ব” ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।
বিকেলের অনুষ্ঠানে আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমীর মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান ও সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষানুরাগী কাশেম জামাল। অনুষ্ঠানে প্রতিদিনের মত আজও সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোঃ আনিছুর রহমান মিঞা।

সর্বশেষ সংবাদ শিরোনাম