Sat, 23 Jun, 2018
 
logo
 

“সড়ক দুর্ঘটনা রোধে নতুন সেন্সর’’

সিটি করেসপন্ডেন্ট : জেলা প্রশাসন আয়োজিত সপ্তাহব্যাপী ডিজিটাল বিজ্ঞান মেলায় নানা রকমের উদ্ভাবন দেখিয়ে চমক লাগিয়ে দিচ্ছেন দর্শনার্থীদের। সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুত উৎপাদন এবং বসত বাড়িতে সোলার প্যানেলের ব্যবহার প্রদর্শন করেছে বিএম ইউনিয়ন স্কুল।


আড়াইহাজার কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বানানো স্টেপডাউন ট্রান্সফরমার মাটির সাথে লবন এবং পানি মিশ্রনের মাধ্যমে ক্ষেত্র তৈরী হয় যাতে বিদ্যুত প্রবাহ সঠিক ভাবে কাজ করবে এবং বিদ্যুতের সাথে সংযোগ করে ভল্টেজ কমানো বাড়ানো যায়।
নিরাপদ সড়ক ও এক্সিডেন্ট কমানোর জন্য সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থীরা নতুন সেন্সর তৈরী করেছেন। রাস্তায় মোড় ঘোরার সময় যদি ভুল রাস্তায় গাড়ি আসে তাহলে সেই সেন্সর কাজ করবে এবং সাথে সাথে রাস্তার পাশে লাইট জ্বলবে এতে করে দূর্ঘটনা হতে রক্ষা পাওয়া যাবে।

সর্বশেষ সংবাদ শিরোনাম