Tue, 24 Apr, 2018
 
logo
 

অনুষ্ঠানসূচীর পরিবর্তন, দ্বিতীয় দিনেও দর্শনার্থীদের ভীড়

সিটি করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ ডট কমঃ বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়ে গেল ৩৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ডিজিটাল উদ্ভাবনী মেলার প্রথম দিন। নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলার আজ দ্বিতীয় দিন। সকাল ১০ টা থেকে মেলা উন্মুক্ত হওয়ার সাথে সাথেই স্কুল করেজের শিক্ষার্থীরা মেলা প্রাঙ্গনে ভীড় জমাতে থাকে।
মেলায় পাওয়া যাচ্ছে শিশু-কিশোরদের বিভিন্ন ধরণের বই , সু স্বাদু খাবার, দেখানো হচ্ছে বিজ্ঞানের তৈরী নানা উপকরন। দ্বিতীয় দিনে ২৯ মার্চ সকালে ডিজিটাল সেন্টার সেমিনার, স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও তার সময় পরিবর্তন করে বিকালে অনুষ্ঠিত হবে।
আজকে জেলা প্রশাসনের আয়োজনে ‘ডিজিটাল সেন্টার’ সেমিনার উপস্থাপন করবেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ গাউছুল আজম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ কমার্স কলেজের অধ্যক্ষ ড. শিরিন বেগম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোঃ আনিছুর রহমান মিঞা।

সর্বশেষ সংবাদ শিরোনাম