Fri, 14 Dec, 2018
 
logo
 

লাখো মানুষের জশনে জুলুস না.গঞ্জে

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জে লাখো মানুষের জশনে জুলুস বের করা হয়েছে। সকাল হতেই দূরদূরান্ত থেকে আসা মানুষের ঢল নামে জামেয়া শীতলক্ষ্যা এলাকায় অভিমুখে।

বুধবার (২১ নভেম্বর) সকাল ১০ টায় শহরের শীতলক্ষ্যা এলাকা থেকে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে জশনে জুলুস বের হয়। জশনে জুলুসটি শহরের চাষাঢ়া ঘুরে টানবাজার নিতাইগঞ্জ বায়তুল ইজ্জত জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে জশনে জুলুসটিতে লাখো মানুষ মিলিত হয়।

 লাখো মানুষের জশনে জুলুস না.গঞ্জে

এতে অংশ নেয় ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর ও সোনারগাঁ এলাকার লোকজন। জুলুসকে ঘিরে ব্যানার, ফেস্টুন, তোরণে সাজানো হয়েছে শীতলক্ষ্যাসহ আশপাশের এলাকায়। নীতাইগঞ্জ থেকে পর্যন্ত বঙ্গবন্ধু সড়কের কয়েকশ’ ভাসমান বিক্রেতা টুপি, আতর, তসবিহ, পাঞ্জাবি-পাজামা, শীতের পোশাক, খাবারের পসরা সাজিয়ে বসেছেন।

জশনে জুলুসে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী নেতৃত্বে মহানবী (সা.) আগমন উপলক্ষে জিকির আসগার, হামদ-নাত ও দরুদ শরীফ পাঠ করা হয়।

পরে মিলাদ-মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

সর্বশেষ সংবাদ শিরোনাম