Tue, 22 Jan, 2019
 
logo
 

জালকুড়িতে হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ব্যয় ১০ কোটি

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ক্রমান্বয়ে বিদেশে অদক্ষ কর্মী প্রেরণ কমিয়ে আধাদক্ষ ও দক্ষ কর্মী বৃদ্ধির লক্ষ্যে জালকুড়িতে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এতে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৬৪ লাখ ৯ হাজার ৫‘শ ৯৬ টাকা।

বুধবার (৩১ অক্টোবর) নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগ থেকে এতথ্য জানা যায়। এ প্রকল্প বাস্তবায়িত হলে বিএমইটি’র প্রশিক্ষণ সক্ষমতা আরো বৃদ্ধি পাবে।

জানা গেছে, ইতোমধ্যেই জালকুড়ির যুব উন্নয়ন রোডে অবস্থিত ওই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে জন্য জমি হস্তান্তর করা সম্পূন্ন হয়েছে। এতে প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ৯ কোটি টাকা। প্রকল্পটির নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগ। প্রকল্পটির নকশা প্রনয়নে আছে স্থাপত্য অধিদপ্তর।

সর্বশেষ সংবাদ শিরোনাম