Sun, 17 Feb, 2019
 
logo
 

না.গঞ্জে নির্মাণ হচ্ছে আরো সাড়ে ২৩ কিলোমিটার ওয়াকওয়ে

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সেসব স্থান যাতে পুনরায় দখল হয়ে না যায় সে লক্ষ্যে ২৩ কিলোমিটার ওয়াকওয়ে (হাঁটার রাস্তা) নির্মাণ করা হচ্ছে। পর্যায়ক্রমে নৌপথের দু’তীরে আরো ওয়াকওয়ে নির্মাণ হবে। এছাড়া নদীর সীমানা চিহ্নিতের লক্ষ্যে টেকসই সীমানা পিলার নতুন করে স্থাপন হবে।

এ প্রকল্পের আওতায় ফতুল্লা-ধর্মগঞ্জ ৩.৫০ কিলোমিটার, পাগার মৌজা-হারবাইদ ৩.০৬৮ কিলোমিটার, নারায়ণগঞ্জ নদী বন্দরের আওতায় ডিইপিটিসি এলাকা ২.৫০ কিলোমিটার, নারায়ণগঞ্জ সাইলো হতে কুমুদিনী ৮.৫৫ কিলোমিটার এবং সুলতানা কামাল-কাঁচপুর সেতু এলাকা পর্যন্ত ৬ কিলোমিটারসহ আশাপশের জেলায়য় সর্বমোট ৫২ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ৫২ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণের পাশাপাশি ৪৪ হাজার ৭৮৩ মিটার ব্যাংক প্রটেকশন, এক হাজার মিটার কি-ওয়াল, ১৯টি আরসিসি স্টেপসহ আরসিসি জেটি, তিনটি ইকোপার্ক এবং ১০ হাজার ৮২০টি সীমানা পিলার নির্মাণ করবে। এজন্য ব্যয় হবে ৮৪৮ কোটি ৫৫ লাখ টাকা। চার বছর মেয়াদের এ প্রকল্পের মেয়াদ ২০২২ সালের জুন পর্যন্ত।

সর্বশেষ সংবাদ শিরোনাম