Tue, 11 Dec, 2018
 
logo
 

বৃষ্টি না হলে ৪ দিনে কমবে ডিএনডির পানি!স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বৃষ্টি না হলে আগামী ৪ দিনের মধ্যে ডিএনডির জলাবদ্ধতা কমানো সম্ভব বলে দাবি করেছেন শিমরাইল পাম্প হাউজের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল জাব্বার।


শনিবার (অক্টোবর) বিকালে লাইভ নারায়ণগঞ্জের সাথে আলাপ কালে তিনি একথা বলেন। শিমরাইল পাম্প হাউজের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল জাব্বার লাইভ নারায়ণগঞ্জকে বলেন,  ১২৮ কিউসেক ক্ষমতা সম্পন্ন একটি ও পাঁচ কিউসেক ক্ষমতা সম্পন্ন ছোট ১২টি পাম্প বিকল হয়ে পড়ে আছে।

এখন বর্তমানে ১২৮ কিউসেক ক্ষমতা সম্পন্ন ৩টি ও পাঁচ কিউসেক ক্ষমতা সম্পন্ন ছোট ১০টি পাম্প সচল রয়েছে। এছাড়া সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে দেয়া ২টি পাম্প চলছে। আশাকরী আর কোন বৃষ্টি না হলে আগামী ৪ দিনের মধ্যে পানি কমিয়ে ফেলা সম্ভব হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার থেকে থেমে থেমে বৃষ্টি হলেও ডিএনডিতে তেমন কোন জলাবদ্ধতার প্রভাব পরেনি। যতটা পরেছে শুক্রবার রাতের বৃষ্টিতে। শনিবার বিকেল পর্যন্ত বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপ প্রভাবে হালকা ও ভারী বৃষ্টিপাতে ডিএনডি ২ থেকে ৩ ফিট পানি বৃদ্ধি পেয়েছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম