Tue, 18 Dec, 2018
 
logo
 

পুত্রের সন্ধানে জামা-স্যান্ডেল হাতে শীতলক্ষ্যায় বাবা-মা


বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গোসল করতে গিয়ে হানিফ নামে ৬ বছরের এক শিশু পুত্র সোমবার দুপুর থেকে নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার সকালে খোজাখুজি করে হানিফের পড়নের টিশার্ট ও পায়ের সেন্ডেল খুজে পায় লক্ষনখোলা এলাকায় শীতলক্ষা নদীর তীরে। এসময় নিখোঁজ শিশুর বাবা রিকশা চালক আলম মিয়া ও তার স্ত্রী গার্মেন্টকর্মী রেহানা বেগমের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে সকাল থেকে শীতলক্ষায় নেমে খোজাখুজি শুরু করেন।

স্থানীয়রা জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের উত্তর লক্ষনখোলা এলাকায় শীতলক্ষায় শিশু কিশোর যুবক বৃদ্ধসহ অনেকেই ডুবিয়ে গোসল করে আবার অনেকেই খেলা করে। অন্যদের মত শিশু হানিফও শীতলক্ষায় নেমে গোসল ও খেলা করে। ধারনা করা হচ্ছে পড়নের জামা কাপড় ও সেন্ডেল তীরে রেখে নদীতে নেমে নিখোঁজ হয়েছে।

নিখোঁজ হানিফের বাবা আলম মিয়া জানান, সোমবার দুপুর থেকে হানিফ নিখোজ। মঙ্গলবার সকালে তার পড়নের টিশার্ট ও পায়ের সেন্ডেল নদীর তীরে পেয়েছে। এলাকাবাসী নদীতে নেমে খোজাখুজি করছে। থানায় অভিযোগ করিনি।

সর্বশেষ সংবাদ শিরোনাম