Thu, 24 Jan, 2019
 
logo
 

সড়কে অস্থিরতায় চাপ বেড়েছে ট্রেনে

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছেন গণপরিবহনের যাত্রীরা।এ পরিবহন ধর্মঘটের কারণে ট্রেনে করেই যাত্রা করছে অনেকে। ফলে ট্রেনের ওপর বেশ চাপ পড়েছে।

সংসদে সদ্য পাস হওয়া ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ এর কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবি আদায়ে পরিবহন শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটে সমর্থন দিয়েছে পরিবহন মালিক-শ্রমিক ও এ সংক্রান্ত অন্য সংগঠনগুলো। গতকালের ন্যায় আজ দ্বিতীয় দিনের মতো চলছে এ পরিবহন ধর্মঘট।

সড়কে অস্থিরতায় চাপ বেড়েছে ট্রেনে

নারায়ণগঞ্জ রেল স্টেশনে সোমবার (২৯ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, ঈদের অগ্রিম টিকিট কাটার মত দীর্ঘ সারি ট্রেনে উঠার দরজায়। মানুষ ট্রেনে উঠছে ঠেলাঠেলি করে।

সড়কে অস্থিরতায় চাপ বেড়েছে ট্রেনে

মাজিদ মিঠু নামের এক যাত্রী বলেন, ট্রেন এমনিতে অনেক দেরি করে আসছে। অনেক ঠেলাঠেলি করে ট্রেনে উঠেছি কিন্তু ভিড়ের কারণে সিটে গিয়ে বসতে পারিনি। ফতুল্লা ও চাষাড়া স্টেশনে কিছু যাত্রী নেমে গেলে আসনে বসতে পাবো।

সর্বশেষ সংবাদ শিরোনাম