Mon, 22 Oct, 2018
 
logo
 

প্রাকৃতিক দুর্যোগের কারণে বাসদের জনসভা স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নিম্নচাপ জনিত প্রবল বর্ষণের কারনে স্থগিত করা হয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভা। শুক্রবার (২০ অক্টোবর) বিকালে কেন্দ্রীয় শহিদ মিনারের জনসভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

শুক্রবার বাসদের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাসের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিটিতে বলা হয়, রুশ বিপ্লবের শতবর্ষ ও বাসদের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলা আয়োজিত ২০ অক্টোবর ২০১৭ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারের জনসভা । অনাকাংখিত প্রাকৃতিক দুর্যোগের কারণে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হওয়ায় দুঃখ প্রকাশ করছি। জনসভা আয়োজনে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

সর্বশেষ সংবাদ শিরোনাম