Wed, 16 Jan, 2019
 
logo
 

জেলা দাবা চ্যাম্পিয়নশিপে জয়ী সৈয়দ মনিরুল

লাইভ নারয়ণগঞ্জ: ৬ হতে ৮ নভেম্বর ইসদাইরস্থ সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের হলরুমে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা (রেটিং) দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৮ সম্পন্ন হয়েছে। ২৫ জন দাবারু এতে অংশ নেয়।

সৈয়দ মনিরুল হক চ্যাম্পিয়ন ও শিরিন সুলতানা রানার আপ হয়েছে। প্রতিযোগিতায় হাবিবুর রহমান সোহেল ৩য় স্থান হয়েছে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপদ্বয়কে ক্রেষ্ট তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির। দাবা উপ কমিটির সভাপতি জাহাঙ্গীর ইসলাম এবং আরবিটার শামিম কবিরসহ দাবারুরা এসময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ শিরোনাম