Sun, 18 Nov, 2018
 
logo
 

শনিবার বিশ্বকাপে লড়বে যারা

লাইভ নারায়ণগঞ্জ: আটটি গ্রুপে ৩২টি দল নিয়ে রাশিয়ায় চলছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর। ১৪ জুন থেকে শুরু হওয়া বিশ্বকাপের ২১তম আসরে এরইমধ্যে ২৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ জুন) মাঠে গড়াবে আরও তিনটি ম্যাচ। এতে মুখোমুখি হবে, বেলজিয়াম-তিউনিশিয়া, দক্ষিণ কোরিয়া-মেক্সিকো ও জার্মানি-সুইডেন।

দিনের প্রথম খেলায় বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মাঠে নামবে বেলজিয়াম-তিউনিশিয়া। গ্রুপ ‘জি’ থেকে এক ম্যাচে এক জয় নিয়ে বেলজিয়াম আছে সবার উপরে। তাদের প্রতিপক্ষ তিউনিশিয়া এক ম্যাচে এক হার নিয়ে আছে গ্রুপের তৃতীয় নম্বরে।

রাত ৯টায় মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া-মেক্সিকো। গ্রুপ ‘এফ’ থেকে এক ম্যাচে এক হার নিয়ে দঃকোরিয়া আছে পয়েন্ট টেবিলের তলানিতে। তাদের প্রতিপক্ষ মেক্সিকো এক ম্যাচে এক জয় নিয়ে আছে তালিকার দ্বিতীয় নম্বরে।

দিনের শেষ খেলায় রাত ১২টায় মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। তাদের প্রতিপক্ষ থাকবে সুইডেন। চ্যাম্পিয়নদের ২১তম বিশ্বকাপের শুরুটা মোটেই ভালো হয়নি। গ্রুপ ‘এফ’ থেকে এক ম্যাচে এক হার নিয়ে জার্মানি আছে তালিকার তৃতীয়তে। অপরদিকে সুইডেন এক ম্যাচে এক জয় নিয়ে আছে তালিকায় সবার উপরে।

ম্যাচ তিনটি যথাক্রমে মস্কো, রোস্তভ এরিনা, সোচি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ শিরোনাম