Tue, 22 May, 2018
 
logo
 

প্রচন্ড দাবদাহের হাত থেকে বাঁচতে বৃষ্টি কামনায় ব্যাঙের বিয়ে!

লাইভ নারায়ণগঞ্জ: কখনো ব্যাঙের বিয়ে হয় শুনেছেন? প্রচন্ড দাবদাহের হাত থেকে বাঁচতে বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে দেওয়া হলো। প্রাচীন প্রবাদ মেনে একেবারে ধর্মের রীতি অনুযায়ী বৃষ্টি কামনায় দেওয়া হলো একজোড়া ব্যাঙের বিয়ে।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার তপন এলাকার বজরাপুকুর গ্রামে আজব এই ঘটনা ঘটে।

গত বৃহস্পতিবার রাতে গ্রামজুড়ে সাজ সাজ রব পড়ে যায় ব্যাঙের বিয়ে উপলক্ষে। রীতিমতো বাজনা বাজিয়ে, উলুধ্বনি, শঙ্খ ধ্বনি দিয়ে বিয়ের আয়োজন করেন। বিয়েতে ডাকা হয় পুরোহিতও। তারপর ছাদনাতলায় বসিয়ে দেওয়া হয় দুই ব্যাঙের বিয়ে।

 

তবে ব্যাঙের বিয়ে হলে কী হবে। বিয়েতে আয়োজন কিন্তু কোনো অংশেই কম ছিল না। জাঁকজমক থেকে শুরু করে ব্যান্ড পার্টি বাজনা, অতিথি আপ্যায়ন সবই ছিল।

 

এই প্রথা পালন শেষে বজরাপুকুর গ্রামের বাসিন্দাদের বিশ্বাস, বিয়ের পরেই বৃষ্টি নামবে। আলোচিত এই বিয়ের পর গ্রামবাসী সবারর একটাই আশা-বৃষ্টি কখন নামবে, আর সে জন্য আকাশের দিকে তাকিয়ে গ্রামবাসী।

সর্বশেষ সংবাদ শিরোনাম