Thu, 24 Jan, 2019
 
logo
 

শুরু হলো ৩ দিন ব্যপি নাট্য কর্মশালা

লাইভ নারায়ণগঞ্জ : শান্তি ও সম্প্রীতির নাট্যমেলা’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে শুরু হয়েছে তিনদিন

ব্যপি নাট্য প্রযোজনা ভিত্তিক  কর্মশালা ।

শনিবার (৫ জানুয়ারি) সকালে ‘দেশ’ নাট্য দলের আয়োজনে, এ কর্মশালার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সমম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দেশ নাটকের কর্ণধার নাট্যকার মাসুম রেজা, ড. অসীম

নট্ট  এবং সোয়েব মনির।

অনুষ্ঠানে দেশ নাট্য দলের কর্ণধার নাট্যকার মাসুম রেজা বলেন, ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোতে সাত-আট বছর আগে যে নাট্য চর্চা ছিল এখন কিন্তু সেটা নেই ।

যেমন নারায়ণগঞ্জে কয়েক বছর ধরে নাটকের কোনো মঞ্চ ছিলনা।

এখন এই পাঠাগার মিলনায়তন এবং শিল্পকলা একাডেমীসহ  কিছু মঞ্চ নির্মিত হয়েছে । যে শহরে কোনো নাটক মঞ্চস্ত হয়না, কোনো পেইটিং এক্সিবিশন হয়না

সেটিকে আমি কোনো শহর মনে করিনা।

তিনি আরও বলেন, চর্চা না হওয়া কিংবা চর্চার অভাব হওয়া সাংস্কৃতকি কর্মকান্ডের জন্য খুব দুঃখজনক। সেটাকে সামনে রেখে আমরা ঢাকার পার্শ্ববর্তী চারটি জেলায়

এ কর্মশালা করছি।

ইতিপূর্বে মানিকগঞ্জ, গাজীপুর এবং মুন্সিগঞ্জে কর্মশালা শেষ হয়েছে। এবং সর্বশেষ নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালায় মাধ্যমে অংশগ্রহণকারী ৪টি দল নিজেরাই

নাটক নির্মাণ করবে, অভিনয় করবে এবং পরবর্তীতে নির্দিষ্ট তারিখ ঠিক করে সেগুলো মঞ্চস্ত করা হবে।

উল্লেখ্য, তিনদিনের এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আছেন, মাসুম রেজা, ড. অসীম নট্ট, ফারুক খান টিটু এবং মামুন চৌধুরী। শ্রুতি মাইম এন্ড থিয়েটার, উঠান,

সংশপ্তক এবং এই বাংলার ৪০জন তরুণ নাট্যকর্মী এ কর্মশালায় অংশগ্রহণ করছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম