Sat, 16 Feb, 2019
 
logo
 

না.গঞ্জের বিভিন্ন লোকেশনে বিশেষ টেলিছবি ‘দিনগুলো যেন অতীতের মতো মনে হয়...’


স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বিভিন্ন লোকেশনে চারদিন ধরে শুটিং হলো বিশেষ টেলিছবি ‘দিনগুলো যেন অতীতের মতো মনে হয়...’। টেলিছবিটির রচনা ও পরিচালনায় শোয়েব মনির।

নব্বই দশকের গল্প নিয়ে নির্মিত এটিতে পোস্টমাস্টারের চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। তার স্ত্রী হিসেবে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। এই নাটকটিতে উঠে এসেছে হারিয়ে যাওয়া পোস্টঅফিস বা ডাকবিভাগের কথা। এর স্থলে জায়গা করে নিয়েছে মোবাইল প্রযুক্তি।

নাটকটি প্রসঙ্গে জানতে চাইলে রওনক হাসান বলেন, ‘আমার চরিত্র নব্বই দশকের একজন পোস্টমাস্টার। পুরনো একটি সাইকেলে চড়ে বাড়িতে বাড়িতে গিয়ে চিঠি বা ডাক বিলি করি। আমার মা নেই; তাই মনিরা মিঠুকে আমি মায়ের মতোই দেখি। যার ছেলে থাকে বিদেশে। গল্প ও নির্মাণ মিলে চমৎকার একটি টেলিছবি হচ্ছে। নির্মাতা নারায়ণগঞ্জের; তাই ওখানেই চার দিন ধরে শুটিং হয়। আশা করি, ভালো একটি কাজ দর্শক দেখতে পাবে।’

এটিতে গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন নুসরাত জাহান জেরী ও তনয়। শিগগিরই যেকোনো একটি চ্যানেলে এটি প্রচার হবে।

সর্বশেষ সংবাদ শিরোনাম