Tue, 22 Jan, 2019
 
logo
 

'এই রুপালি গিটার ফেলে একদিন চলে যাবো দূরে-বহুদূরে...'


লাইভ নারায়ণগঞ্জ: গুজব নয়, এবার খবরটি অপ্রিয় সত্য হলো! সবাইকে নির্বাক করে না ফেরার দেশে চলে গেলেন একাধারে গায়ক, গীতিকার, সুরকার এবং প্লেব্যাক শিল্পী আইয়ুব বাচ্চু। ব্যান্ড সঙ্গীত জগতের এই কিংবদন্তি তার নিজের গানের কথার মতোই চলে গেলেন দূরে-বহুদূরে!

তার জনপ্রিয় একটি গান ‘এই রুপালি গিটার ফেলে একদিন চলে যাবো দূরে-বহুদূরে...।'

জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন আইয়ুব বাচ্চু। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ব্যান্ড দল এলআরবির লিড গিটারিস্ট ও ভোকাল আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গীতিকার, সুরকার এবং প্লেব্যাক শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

এলারবি ব্যান্ডের শামীম গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আইয়ুব বাচ্চু। এরপর তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ সংবাদ শিরোনাম