Wed, 23 Jan, 2019
 
logo
 

না.গঞ্জ মাতাতে আসছে আর্টসেলসহ ইমরান ও রাফাত


স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আগামী ১৬ সেপ্টেম্বর একেএম সামসুজ্জো ক্রীড়া কমপ্লেক্সে জমকালো ভাবে অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নবীন বরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিুর রহমান রিয়াদ লাইভ নারায়ণগঞ্জকে এতথ্য জানান

সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বেলা রানী সিংহ’র সভাপতিত্বে এসময় জেলার বিশিষ্ট রাজনৈতিক, শিক্ষাবিদ, সাংবাদিক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত থাকবেন।

হাবিুর রহমান রিয়াদ বলেন, সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী সংখ্যা প্রায় ২০ হাজার। অথচ, কলেজ ক্যাম্পাস ছোট। তাই এবার নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সামসুজ্জো ক্রীড়া কমপ্লেক্সে মাঠে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ আয়োজন হিসেবে থাকবে কন্সার্ট। সেখানে শিল্পী হিসেবে থাকবেন আর্টসেল ব্যান্ডের শিল্পীরা, খ্যতিমান শিল্পী ইমরান ও ক্লোজআপ ওয়ান খ্যাত কন্ঠশিল্পী শাহরিয়ার রাফাত।

সর্বশেষ সংবাদ শিরোনাম