Wed, 16 Jan, 2019
 
logo
 

অন্য রূপে লিপি ওসমান: ‘সব তোমার দুষ্টমনের সৃষ্টি’

লাইভ নারায়ণগঞ্জ:
সালমা ওসমান লিপি। একেএম শামীম ওসমান এমপি’র পত্নী হিসেবে পরিচিত। জেলা মহিলা সংস্থার এই নেত্রি বিভিন্ন সমাজ সেবামূলক কাজে জড়িত। তবে এবার ভিন্ন রূপে হাজির হয়েছেন তিনি।
একজনের উদ্দেশ্যে তিনি বলেছেন ‘সবই যে তোমার দুষ্টমনের সৃষ্টি’। কে সেই দুষ্টমন, কাকে উদ্দেশ্য করে বললেন এসব কথা ?

এই সব উত্তর মিলবে ‘মেঘ ভাঙ্গা রোদ’ নামক এ্যালবামে। ইতিমধ্যেই এর একটি গানের ভিডিও ইউটিউবে পোস্ট হয়েছে।  সালমা ওসমান লিপি এবার সঙ্গীত শিল্পি হিসেবে দর্শকের সামনে হাজির হয়েছেন।
তার এই এ্যালবামে সুর করেছেন জিএম রহমান রনি। গানের কথা লিখেছেন প্রফেসর ড. শিরীন বেগম। জিএম সাউন্ড থেকে বের হচ্ছে এ্যালবামটি। গানের কয়েকটি লাইন এরকম----
আজ এই মেঘ ভাঙ্গা রোদ/ আহ কি মিষ্টি মিষ্টি
তোমার আধো হাসি মুখ/ তারচেয়ে লাগে আরও মিষ্টি
তোমার যতো আশা যতো ভালোবাসা/ সবই যে তোমার ওই দুষ্টমনের সৃষ্টি।

সর্বশেষ সংবাদ শিরোনাম