Wed, 16 Jan, 2019
 
logo
 

না.গঞ্জের বধু হলেন চিত্রনায়িকা সিমলা!

২০১৭ সাল ছিলো মিডিয়াকর্মীদের বিয়ে-বিচ্ছেদ এবং প্রাপ্তি-অপ্রাপ্তির বছর।  পাশাপাশি অনেক তারকাদের বিশেষ বিশেষ প্রতিবেদন করলেও সেখানে নাম ছিল না চিত্রনায়িকা সিমলার। 

কিন্তু বছরের প্রথম দিনেই জানা গেল, মিডিয়ার চোখে ধুলো দিয়ে গেল অক্টোবর মাসের মাঝামাঝিতে বিয়ে করেছেন সিমলা।
সিমলার এক ঘনিষ্টজনের সূত্রের বরাতে জানা গেছে, অক্টোবরের মাঝামাঝি সময়ে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে লন্ডন প্রবাসী মাহি বি জাহানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সিমলা।  সিমলার স্বামী মাহির বাড়ি নারায়ণগঞ্জে।

ভালবেসেই বিয়ে করেন তারা।  তবে সিমলার চেয়ে মাহির বয়স তুলনামূলক অনেক বেশি।  মাহি বি জাহান পেশায় ব্যবসায়ী।  খুব শিগগিরই চলচ্চিত্রকে গুডবাই জানিয়ে স্বামীর সঙ্গে স্থায়ীভাবে লন্ডনে বসবাস করবেন সিমলা।

তবে, বিয়ের খবরের নিশ্চয়তা জানতে অনেকবার সিমলার মুঠোফোনে যোগাযোগ করলে কোনো সাঁড়া পাওয়া যায়নি।  খোঁজ নিয়ে জানা যায়, বিয়ের পর আগের সবগুলো মোবাইল নম্বর বন্ধ করে নতুন নম্বর ব্যবহার করছেন।

সর্বশেষ সংবাদ শিরোনাম