লাইভ নারায়ণগঞ্জ: ছেলের বিয়েতে বেজায় খুশী শামীম ওসমান। অতিথি ও আত্মীস্বজনের সাথে তিনিও নেচে গেয়ে তাক লাগিয়ে দিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন ভিডিও দেখা গেছে।
একটি ভিডিওতে রঙ ভরে একটি বালতি হাতে হাঁটতে দেখা যায় শামীম ওসমানকে। তার চোখ যেনো কাকে খুঁজছে। হয়তো কাকে রঙ মারা যায় এমন চিন্তা করছেন তিনি। তবে এর আগেই অন্য একজন তাকে রঙ ছুড়ে মারে।
এরপর একটু এগিয়ে গিয়ে শামীম ওসমান বালতিতে থাকা রঙ ছুড়ে মারেন। তারপর তিনি নাচে অংশ নেন।