Mon, 22 Oct, 2018
 
logo
 

জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বিজ্ঞপ্তি: তানভীর মুহাম্মদ ত্বকীর ২২তম জন্মদিন উপলক্ষে অন্যান্য বছরের মতো এবারো অনুষ্ঠিত হয়েছে জাতীয়ভিত্তিতে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। এবারো প্রতিযোগিতায় আমরা সারাদেশের প্রতিযোগীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। দেশের প্রায় প্রতিটি জেলা থেকেই প্রতিযোগীরা চিত্রাঙ্কন ও রচনায় অংশগ্রহণ করেছে।

প্রতিযোগিতায় প্রতি বিভাগের প্রথম স্থান অধিকারীদের ‘ত্বকী পদক’ প্রদান করা হচ্ছে, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের প্রদান করা হচ্ছে বিশেষ ক্রেস্ট ও সনদপত্র। প্রতি বিভাগের প্রথম দশ জনকে প্রদান করা হচ্ছে ক্রেস্ট ও সনদপত্র। চিত্রাঙ্কন ও রচনার সকল বিভাগের প্রথম দশ জনের লেখা ও ছবি নিয়ে আমাদের এই প্রকাশনা।
আমাদের এ আয়োজনে যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ। যে সকল সংবাদ পত্র বিজ্ঞাপন ও সংবাদ প্রকাশের মাধ্যমে আমাদের প্রচারে সহযোগিতা করেছেন, যাঁরা বিচার কার্যে আমাদের সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে আমাদের সহায়তা করেছেন এবং প্রতিযোগীদের উৎসাহ দানের জন্য এ আয়োজনে উপস্থিত হয়েছেন তাঁদের সকলের প্রতিই আমাদের অশেষ কৃতজ্ঞতা।
এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের প্রতি রইল আমাদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
তানভীর মুহাম্মদ ত্বকী
জন্ম : ৫ অক্টোবর ১৯৯৫ বৃহস্পতিবার,
বিকেল ০৫.০৫ মিনিট
জন্মস্থান : নারায়ণগঞ্জ
বাবা : রফিউর রাব্বি
মা : রওনক রেহানা
স্কুলে প্রবেশ : ২৫ অক্টোবর ১৯৯৯
স্কুল : মাউন্ট রয়েল একাডেমি
স্কুল বদল : জুলাই ২০০৯, মাউন্ট রয়েল
একাডেমি থেকে এবিসি ইন্টারন্যাশনাল স্কুল
ও-লেভেল পরীক্ষা : জুন ২০১১
ও-লেভেল পরীক্ষার ফলাফল : পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান, গণিত, মূলগণিত ও বাংলায় এ স্টার, ইংরেজিতে এ। পদার্থবিদ্যায় দেশের সর্বোচ্চ নম্বর
এ-লেভেল ১ম পর্ব পরীক্ষা : জানুয়ারি ২০১৩
এ-লেভেল ১ম পর্ব পরীক্ষার ফলাফল : পদার্থবিদ্যায় বিশ্বের সর্বোচ্চ নম্বর ২৯৭/৩০০, রসায়নে দেশের সর্বোচ্চ নম্বর ২৯৪/৩০০
ভালোলাগা : বইপড়া, দাবাখেলা, কবিতা আবৃত্তি, গানকরা, লেখালেখি, ছবিআঁকা
প্রিয় উক্তি : ডেইলি স্টার থেকে দেয়া সংবর্ধনার সময় প্রকাশিত ম্যাগাজিনে প্রিয় উক্তিতে লিখেছে মার্ক টোয়েনের ÔAll generalisations are false, including this one’.
নিখোঁজ : ৬ মার্চ ২০১৩ বিকেলে
এ-লেভেল ১ম পর্ব পরীক্ষার ফল প্রকাশ :
৭ মার্চ ২০১৩
মৃতদেহ উদ্ধার : ৮ মার্চ সকালে
স্থান : শীতলক্ষ্যা নদীর খালে কুমুদিনীর পাশে

সর্বশেষ সংবাদ শিরোনাম